Love SMS
Bangla Love SMS 1: "ভালোবাসা" শব্দটা"ভালোবাসা" শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা "!!
Bangla Love SMS 2: পৃথিবীতে ভালবাসা
পৃথিবীতে ভালবাসার কোন দাম নেই,
সবাই সুন্দর মানুষ খুঁজে..
কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না..
একটা কথা মনে রেখো,
রূপ এক দিনের..
কিন্তু ভালবাসা চিরদিনের...!
Bangla Love SMS 3: তোমায় যদি
তোমায় যদি না পাই আমি জীবনের তরে,এ জীবন যাবে আঁধারে আঁধারে।আলো তুমি আমার দুই নয়নের মাঝে_
মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে॥
Bangla Love SMS 4: সামান্য ভুল
সামান্য ভুল
কিংবা জমে থাকা অভিমানে ...
আমার ভালবাসার প্রতিদান
তুমি এভাবে দিলে ...???...
তোমার হাসিটা দেখব
বলে আমি আজও
অপেক্ষায়
থাকি ...,,,...
আমি জানি সে হাসিটা আমার সব
দুঃখ
ভুলিয়ে দেবে ...
Bangla Love SMS 5: তোমরা তোমার
তোমরা তোমার গার্ল-ফ্রেন্ড কে
মনের কথা শেয়ার কর আন-লিমিটেড -
১.বাংলা = আমি তোমাকে ভালবাসি
২.ইংরেজি = আই লাভ ইউ
৩.ইতালিয়ান = তি আমো
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ
৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন
৭.জার্মান = ইস লিবে দিস
৮.রাখাইন = অ্যাঁই সাঁইত
Bangla Love SMS 6: একটা মেয়ে
একটা মেয়ে একটি ছেলেকে যত
বেশী ভালোবাসে, তার
চোখের দিকে তাকাতে সে তত
বেশী লজ্জা বোধ করে।
আর একটা ছেলে একটা মেয়েকে যত
বেশী ভালোবাসে, তার
বেশী সে তার ভালোবাসার
মানুষটিকে হারানোর
ভয়ে ভীত থাকে
Bangla Love SMS 7: যখন কেউ কারো
যখন কেউ কারো জন্য কাঁদে ... সেটা হল আবেগ. …
যখন কেউ কাউকে কাদায়,
সেটা হল প্রতারণা…
আর যখন কেউ কাউকে
কাদিয়ে নিজেও কেঁদে ফেলে ...!! সেটাই হলো প্রকৃত ভালবাসা .....
কাউকে ভালবাসি বোঝার, সবচেয়ে বড় অনুভূতি হল, তাকে ভেবে কান্না করা।
অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে মাঝে স্মরণ করলে,
সম্পর্কটা মিষ্টি হয়।
Bangla Love SMS 9: কাউকে দূর থেকে
কাউকে দূর থেকে ভালবাসাই সব
থেকে পবিত্র ভালবাসা।
কারণ এ ভালবাসায় কোন রকম
অপবিত্রতা থাকে না,
কোন শারীরিক চাহিদা থাকে না শুধু
নীরব কিছু অভিমান থাকে,
যা কখনো কেউ
ভাঙায় না ...
Bangla Love SMS 10: আমি এখনও
আমি এখনও সেই পথে বসে আছি যে পথে তুমি চলে গেছো.
আমি এই পথে বসে থাকবো যতদিন না তুমি ফিরে আসো.
Bangla Love SMS 11: পাহাড়ের উপর
পাহাড়ের উপর দারিয়ে আকাশ
কে যতটা কাছে মনে হয় , আকাশ
ততোটা কাছে নয়. ঠিক তেমনি কোন মানুষ
কে যতটা আপন মনে হয় ,
আসলে সে কখনো ততোটা আপন নয়.???
Bangla Love SMS 12: ভাল লাগে
ভাল লাগে তোমার ঐ হাসি,
মায়া ভরা দুটো চোখ,
যেখানে অপরিসীম ভালবাসায় তুমি রেখেছ আমায়...।
থ্যাংকস আমাকে পরিপূর্ণ করার জন্য, আমায় ভালবাসার জন্য।
Bangla Love SMS 13: তোমাকে হয়নি বলা
তোমাকে হয়নি বলা কতটা ভালবাসি
তোমাকে হয়নি বলা এক পলক দেখার
জন্য কতটা উতলা আমি...
তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও
তোমাকে দেখতে পাই...
তোমাকে হয়নি বলা যতটা কষ্ট
তোমাকে দেই তার চেয়ে অনেক
বেশি কষ্ট নিজে পাই...
তোমাকে বলতে পারিনা একা একা তোমার
সাথে কথা বলি কিন্তু
তুমি সামনে আসলে
সবই হারিয়ে ফেলি........
Bangla Love SMS 14: ভালবেসে এই মন
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষণ। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।
Bangla Love SMS 15: আকাশ তুমি
আকাশ তুমি মেঘলা কেনো,
বকল তোমায় কে ?
রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে ?
তা'না হলে সকাল থেকে
কাঁদছ কেন এতো,
তোমারও কি মনটা খারাপ
আমারই মতো ? ???
' , ' , ' , ' , ' , '
, ' , ' , ' , ' , ' '
''_______"' ' '
/____,_/ .;';';.
l__[]__l_ l. ,,)(,
Bangla Love SMS 16: ভালবেসে ভালবাসা
ভালবেসে ভালবাসা বেঁধেছি আমি হৃদয়ের বাঁধনে, ছিরবেনা বাধন তুমি না চাইলে।
Bangla Love SMS 17: তুমি যাকে ভালো
তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে 0%।
যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে ১০০%।SO,
তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে।
Bangla Love SMS 18: পৃথিবীর সবকিছু
পৃথিবীর সবকিছু তখনি নিজের মনে হয়,
যখন তুমি পাশে থাকে।
আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়,
যখন তুমি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে।
Bangla Love SMS 19: শীতের চাদর
শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন" বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
Bangla Love SMS 20: একটি প্রকৃত ভালবাসা
একটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ| ___জোনাক
Bangla Love SMS 21: হতে পার তুমি
হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছও মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছ পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥
Bangla Love SMS 22: তুমি আমার দৃষ্টি
তুমি আমার দৃষ্টি-সীমার বাইরে হতে পার,
কিন্তু আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তু আমার মন থেকে নয়॥
Bangla Love SMS 23: যদি বৃষ্টি হতাম
যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
Bangla Love SMS 24: আমার জীবনে কেউ
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনও স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
Bangla Love SMS 25: আমি চাইনা
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালবাসতে.
Bangla Love SMS 26: ভালবাসা স্বপ্নিল
ভালবাসা স্বপ্নিল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
Bangla Love SMS 27: আমি সেই
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় !!
Bangla Love SMS 28: তুমি সেই
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি.... লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি.... আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই.... কিন্তূ তা কখনো-ই পাই না॥
Bangla Love SMS 29: যতই দূরে হারিয়ে
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃণা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার একটা জায়গা করে নিবোই।
Bangla Love SMS 30: টিপ টিপ বৃষ্টি
টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!
এ প্রাণ শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...
Bangla Love SMS 31: প্রেমে পাগল
তোমায় পেয়েই বুঝেছি প্রেমে পাগল মানুষ কি করে হয়, আজ আমি তোমাকে এতটাই ভালবাসি যে এই পাগল হওয়াটা আমার কাছে শত সহস্রগুন ভাল মনে হচ্ছে......।
এই পাগলটার সাথে কি থাকবে ছোট্ট একটা ভালবাসার পাগলাগারদে? :)
Bangla Love SMS 32: মহান কোন
মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে, পাওয়া যায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু সত্যিকারের ভালবাসার মানুষের মনে
Bangla Love SMS 33: এই জীবনে সব
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে কে হবে আপন, মনের মত চাই তারে, চাই তার মন। হবে কি তুমি আমার কাছের একজন?
Bangla Love SMS 34: মনেতে আকাশ হয়ে
মনেতে আকাশ হয়ে রয়েছও ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
Bangla Love SMS 35: তুমি চাঁদ
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
Bangla Love SMS 36: মনে পড়ে
"মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে" "ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে" "স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে" "আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥
Bangla Love SMS 37: সারাক্ষণ ভাল
সারাক্ষণ ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
Bangla Love SMS 38: স্বপ্ন দিয়ে
স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুঁজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
Bangla Love SMS 39: তোমারি চোখেরই
তোমারি চোখেরই আঙ্গিনায় ,এখনো কি তেমনি করে ছড়ায় আলো? এখনো কি তারার পানে চেয়ে থাকো আন মনে? তুমি কি আমায় আগের মত বাস ভাল??
Bangla Love SMS 40: সুন্দর রাত
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কি নিবে আমায় ভালবেসে আপন করে ?
Bangla Love SMS 41: একদম নিখুঁত
একদম নিখুঁত মানুষ-খুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতর-কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
Bangla Love SMS 42: পৃথিবীর সবচেয়ে
পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলির-জন্যে কিন্তু টাকা লাগে না ।বিনা মূল্যে পাওয়া যায় যেমন জোছনা,বর্ষার দিনের বৃষ্টি, আর আমার ভালবাসা|
Bangla Love SMS 43: ফুল লাল পাতা
মন কেন এতো অবুঝ?
মন কেন চায় তোমার এত কাছে আসতে?
কেন চায় তোমায় শুধু ভালবাসতে...
Bangla Love SMS 44: চায়নি হতে
চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া। জোর না করে প্রজাপতির মতন আলতো করে ধরে রাখতে চেয়েছিলাম । আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
Bangla Sad SMS
Bangla Sad SMS 1: আমার উপস্থিতি
আমার উপস্থিতি হয় যদি তোমারকষ্টের কারণ,
কথা দিলাম হবে না আর তোমার
সীমানায় আমার আগমন,
সাজিয়ে নিও নিজের
মতো তোমার
ভুবন,
করবো না আর তোমায়
জ্বালাতন..!!
Bangla Sad SMS 2: সুখ বড় নিষ্ঠুর
সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা॥
কাছে এসে উঁকি দেয় ধরা দেয় না॥
জীবনে সুখ নামের নদীতে পাইনি কোন কূল,
আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকাই বড় ভুল॥
সুখ-হীন *জীবন*
Bangla Sad SMS 3: জানিনা কেন
জানিনা কেন
আমার এমন হয় ?
কেন তোমায় নিয়ে
আমি এত স্বপ্ন দেখি ?
আমি জানি
আমি তোমায় কত ভালোবাসি ...
জানিনা কেন
এত তোমায় মিস করি
Bangla Sad SMS 4: আকাশ তুমি মেঘলা
আকাশ তুমি মেঘলা কেনো,
বকলো তোমায় কে?
রোদের সাথে আজ কি তোমার
ঝগড়া হয়েছে?
তা'না হলে সকাল থেকে
কাঁদছ কেনো এতো,
তোমারও কি মনটা খারাপ
আমারই মতো?
Bangla Sad SMS 5: আমি কথনও পরাজিত
আমি কথনও পরাজিত হয় নি কারো কাছে ।আজ আমি পরাজিত হলাম তোমার কাছে ,সত্যি সত্যি
ভালবেসে । তুমিই আমার ভালবাসার মূল্য দিলে না ।বিশ্বাস
কর আমি তোমাকে অনেক ভালোবাসি ।
।হয়তবা একদিন আমার ভালবাসা বুঝবে ,সেদিন আমি চলে যাবো অনেক দুরে ।গুণীজনেরা ঠিকিই বলে সত্যি সত্যি ভালবাসলে নাকি ভালবাসা পাওয়া যায় না ।
Bangla Sad SMS 6: যে পথে তোমার
যে পথে তোমার সাথে
রোজ হতো দেখা।
সেই পথে আজ
আমি আছি শুধু একা।
যে মনে ছিলে তুমি
ছিলনা আর কেউ।
সে মনে আজ শুধু
বেদনার ঢেউ।
যে চোখে প্রতি রাতে
স্বপ্ন তুমি ছিলে।
সে দুটি চোখ আজ
ভাসে শুধু জলে।
Bangla Sad SMS 7: পৃথিবীতে সবচেয়ে
পৃথিবীতে সবচেয়ে নরম
জিনিস
কি জানো ...??
মানুষের মন !!
যাকে কোন কঠিন
বস্তু
দিয়ে আঘাত
করতে হয় না ...
দুঃখের পরশ
পেলে এমনিই
ভেঙ্গে টুকরো হয়ে যায়
Bangla Sad SMS 8: যখনি ভাবী
যখনি ভাবী একটু এগিয়ে যাই,
তখনি পাশে দেখি তুমি নাই।।
একি জ্বালা দিয়ে মোরে,
আছ তুমি দুরে সরে।।
Bangla Sad SMS 9: কেন এত কষ্ট
কেন এত কষ্ট দিলে আমায়?
যার কারণে আজ আমি ছন্নছাড়া।
এ হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায়,
আশা করি তুমি ফিরে আসবে আমার এ মনের মন্দিরে।
আর ভালবাসায় ভরিয়ে দিবে আমার এ জীবন।
Bangla Sad SMS 10: হয়নি তোর
হয়নি তোর যাবার
বেলা,
তবুও গেলি চলে।
ভুলবি না বলে আমায়,
তবুও গেলি ভুলে।
আপন
করে রাখবি বলে,
করলি আমায় পর,
বুঝিনি তুই হবি,
এতো স্বার্থপর..!!
Bangla Sad SMS 11: কারো মনে
কারো মনে আঘাত দিও
না,
সুখী হতে পারবে না|
ভালবাসতে না পারো,
অভিনয় করো না|
মনে রেখো,
কারো চোখের পানি,
তোমার
জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে
Bangla Sad SMS 12: অচিন পুরের
অচিন পুরের কোন এক রাস্তার অতিথি ছিলে তুমি, পথ ভুলে চলে এলে সঙ্গী হলাম আমি। পথ খুঁজে পেতেই চলে গেলে তুমি, হয়েগেলাম আগের মতো সেই একা আমি..!
Bangla Sad SMS 13: তোমায় আমি
তোমায় আমি ভেবে ভেবে রাত করি পার..… তোমার কাছে পেলাম শুধু কষ্ট উপহার। ভেবেছিলাম তুমি আমার মন বাগানের ফুল..… সেটাই ছিল Life এ আমার বিরাট একটা ভুল।
Bangla Sad SMS 14: এই পৃথিবীতে
এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়. কারো জন্য কারো জীবন থেমে থাকে না. জীবন তার মতই প্রবাহিত হয়. তাই, যেটা ছিলনা সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়,মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী..
Bangla Sad SMS 15: ভালবাসার জগতে
ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।
Bangla Sad SMS 16: কিছু রাত কেটে
কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন.. কিছু
আশা ভেঙ্গে যায় নীরবে.. কিছু
স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে.. কিছু মানুষ
দুরে হারায় কিছু না বলে..!!
Bangla Sad SMS 17: কান্নার জল
কান্নার জল সবাই দেখে..
হৃদয়ের কষ্ট কেউ দেখেনা..
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে..
কিন্তু না পাওয়ার বেদনা সারা
জীবন এ ও ভুলা যায়না..!!
Bangla Sad SMS 18: অতিরিক্ত মন
অতিরিক্ত মন খারাপ হলে মানুষ
একেবারে নীরব নিথর হয়ে যায়।
একা থাকতে ভালোবাসে। কারণ
তখন তার সমস্যাকে নিজের মত
করে কেউ
দেখে না কিংবা মূল্যায়ন করে না।
তাই মন খারাপের বেলায়
একাকীত্বই হয় মানুষের একমাত্র
সঙ্গী।
Bangla Sad SMS 19: কাউকে ভালবাসি
কাউকে ভালবাসি বোঝানোর,
সবথেকে বড় অনুভূতি হল
কান্না করা,
কারণ
যার জন্য কান্না আসে না ,
তার প্রতি কখনও ভালবাসা
থাকে না,
জোর করে হাসা যাবে কিন্তু
কান্না করা যাবে না |
Bangla Sad SMS 20: আমি তোমাকে
আমি তোমাকে ভালোবাসি কেন জান ?
কারণ তুমি আমাকে কষ্ট দাও,
কারণ তুমি আমায় ঘৃণা কর,
কারণ তুমি আমার থেকে অনেক অনেক
দূরে চলে যেতে চাও ।
তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে কেবল তোমাকেই
ভালোবেসে নিজের সারা জীবন
কাটিয়ে দেব ।
আমার মনের এই নিঃস্বার্থ
ভালোবাসা কেবল তোমার জন্য, কেবলই
তোমার জন্য ...
Bangla Friendship SMS
Bangla Friendship SMS 1:বন্ধু মানে
বন্ধু মানে একলা পথেবাড়িয়ে দেয়া হাত,
বন্ধু মানে থাকবো পাশেই
হোক না যতই রাত।
বন্ধু মানে সকাল সন্ধ্যা
তোর পেছনেই লাগা,
মাঝে মাঝে তোর জামা
না বলে নিয়েই ভাগা!।।
বন্ধু মানে সাত সমুদ্র
তের নদী নয়,
বন্ধু মানে মনের দেশটা
মনের দামে জয়।
বন্ধু মানে যখন তখন
তোদের পাশে থাকা,
বন্ধু নেই মানে
দুনিয়াটাই ফাঁকা ।
Bangla Friendship SMS 2:Friendship
______*_*_*_*_______*_*_*_*_____
___*_________ *___*___________ *___
__*_________________________ *__
__*____________ _*_____________ *__
__*___________Happy__________ *__
___*________Friendship_______*__
____*__________Day_________*____
______*___________________*_____
________*_______________*
Bangla Friendship SMS 3:ভালবাসি বাংলা
ভালবাসি বাংলা , ভালবাসি দেশ । ভাল থেকো তুমি আমি আছি বেশ । ভালবাসি কবিতা , ভালবাসি সুর । কাছে থেকো বন্ধু যেও নাকো দূর ।
Bangla Friendship SMS 4:বন্ধুতে আলো
বন্ধুতে আলো, বন্ধুতে ভয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়...
Bangla Friendship SMS 5:কিছু রাত
কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের.
Bangla Friendship SMS 6:দুঃখ তুমি
দুঃখ তুমি প্রমিস করো, আমায় ছোবে না। সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না। চোখ তুমি প্রমিস কর, আমায় কাঁদাবে না। আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!!
Bangla Friendship SMS 7:বন্ধুত্ব এবং
বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে... কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন !!!
Bangla Friendship SMS 1:১৬ কোটি
"১৬ কোটি লোক, আট কোটি কাজ করে, ৩ কোটি স্টুডেন্ট, ২ কোটি স্বপ্ন দেখে, ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন প্রেম করে, বাকি দুজন আপনি আর আমি চলেন বন্ধুত্ব করি"।
Bangla Friendship SMS 8:তুমি কি জানো
তুমি কি জানো ফুল কেন ফোটে? “তুমি দেখবে বলে”। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? “তোমার মন খারাপ বলে”। তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে”। তুমি কি জানো তুমি এত ভালো কেন? “তুমি আমার “ বন্ধু ” বলে।
Bangla Friendship SMS 9:বুকের ভিতর
বুকের ভিতর মন আছে, মনের ভিতর তুমি , বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি...
Bangla Friendship SMS 10:বন্ধু তুমি
বন্ধু তুমি আমার হৃদয়ের বাঁধন, আছো তুমি, থাকবে আমার....মিশে এ হৃদয়ে সারাটি জীবন.। বন্ধু তুমি আমার ভোরের পাখি, হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুঁজে নিবে নাকি.? বন্ধু তুমি আমার আশার আলো, দুই নয়নে তুমি ছাড়া আমি....যেন দেখি সব আধার কালো..।বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি,একবার তুমি চোখের আড়াল হলে।বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন, আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।
Bangla Friendship SMS 11:বন্ধু তুমি আপন
বন্ধু তুমি আপন হয়ে,, বাধলে বুকে ঘর.. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
Bangla Friendship SMS 12:তুমি কখনও বন্ধু
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে,তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
Birthday SMS
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা >>>শুভ জন্মদিন<<<
Bangla Birthday SMS 2: জন্মদিনে কি
জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার ! শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 3: আজ বাতাসে
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন. শুভ জন্মদিন
Bangla Birthday SMS 4: আজকের এই
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 5: দিনের শেষে
দিনের শেষে বলছি তোমায় ! জন্মদিনের শুভেচ্ছা !
Bangla Birthday SMS 6: তোর জন্য
তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 7: সুন্দর এই
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>..
Bangla Birthday SMS 8: একটা কথা
একটা কথা বলার ছিল .. কি করে বলি.. বলছিলাম যে.. আমি তোমাকে বলতে চাই… হ্যাপি বার্থডে !
Bangla Birthday SMS 9: আজকের এই
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠো আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 10: আর একটা
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে !
Bangla Birthday SMS 11: এই দিনটা
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে !
Bangla Birthday SMS 12: দিনটি স্পেশিয়াল
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি... কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে...... শুভ জন্মদিন......
Bangla Birthday SMS 13: রাত যায়
রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই থাকে সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায়...শুভ জন্মদিন.... !
Bangla Birthday SMS 14: কার স্যাটারডে
কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে ! হ্যাপি বার্থডে !
Bangla Birthday SMS 15: সুন্দর এই
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেচে থাক হাজার বছর<<শুভ জন্মদিন>>...
Bangla Birthday SMS 16: নতুন সকাল
নতুন সকাল , নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 17: তোমার জন্য
তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনেন্দর
৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের !
শুভ জন্মদিন !
Bangla Birthday SMS 18: A ফর
A ফর আমি
B ফর বলতে
C ফর চাই
D ফর দারুণ
E ফর একটা
F ফর ফাটাফাটি
G ফর গোপন কথা
:
:
:
H ফর হ্যাপি বার্থডে !
Advice SMS
ভালোবাসো অল্প নয় বেশি করে, যাকে তুমি অনেক বেশি ভালোবাসো। মনে রাখবে সারা জীবন ধরে.মন দিও মনের মানুষকে পাবে যাকে নিজের করে সারা জীবনের জন্য। বিয়ে করবে তো কর রূপ সৌন্দর্য আর অর্থ কে নয় একজন প্রকৃত মানুষ কে..মানুষ রুপি জানোয়ার কে নয় ।
Bangla Advice SMS 2: মনের মানুষের
মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
Bangla Advice SMS 3: ভালবাসতে মানুষ
ভালবাসতে মানুষ রূপ খোজেনা,সুন্দর একটা মন খোজে,কারণ রূপের ভালবাসা একদিন ফুরিয়ে যায়,কিন্তু মনের ভালবাসা কোনদিন ফুরায়না ।
Bangla Advice SMS 4: কাউকে পাওয়া
কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার, নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ তোমাকে পাওয়ার আসা করে।
Bangla Advice SMS 5: চেহারা দেখে
চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো তাহলে ভুল মানুষের প্রেমে পরে এতো কাঁদতে হতো না_____
Bangla Advice SMS 6: হাসি সব
হাসি সব সময় সুখের অনুভূতি বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা বেদনা লুকাতে পারেন।
Bangla Advice SMS 7: মিথ্যার শক্তি
মিথ্যার শক্তি অনেক বেশি। সুন্দর, সত্য বাণীর চেয়ে এ কারণেই গুজব আগে ছড়ায়। ___*হুমায়ূন আহমেদ*___
Bangla Advice SMS 8: সেই ছেলেকে
সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো। _________ (রবীন্দ্রনাথ ঠাকুর)
Bangla Advice SMS 9: ভালোবাসা কোনো
“ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। “ - ---রবীন্দ্রনাথ ঠাকুর
@#"মেয়েদের বোঝা
"মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে কখনো পুরোপুরি বুঝতে পারা যায় না । পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন।"
Bangla Advice SMS 10: জীবনে কাউকে
জীবনে কাউকে এতোটা ভালোবাসা উচিত না যাতে তাকে ভুলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত নাহ যে তার জন্য তোমার মায়া হয়....।
Bangla Advice SMS 11: যদি তুমি
যদি তুমি কাউকে ভালবাস, তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনদিন ও তোমার ছিল না ।
Bangla Advice SMS 12: কাউকে আবেগের
কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও! কারণ আবেগের ভালবাসা ১দিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে... ___এলটন ডি।
Bangla Advice SMS 13: হাসাতে না
হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?
Bangla Advice SMS 14: তুমি দেখতে
তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃণা করোনা। কারণ, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতে সৃষ্টি । কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা ।
Bangla Advice SMS 15: মাঝে,মাঝে
মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ, যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...।
Bangla Advice SMS 16: পৃথিবী খুব
পৃথিবী খুব সুন্দর, অনেক মানুষ কে ভাল লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম করা যায়? মনে রেখ ভাল লাগার মানুষ অনেক BUT মনের মানুষ ১জন...।
Bangla Advice SMS 17: নিজেকে খুব
নিজেকে খুব বেশী চালাক ভাবতে যেওনা । ভুলে যেওনা- নিঃশব্দে পথ চলার ক্ষমতা তোমার থাকলে, অন্যকেউ হাওয়ায় উড়ে চলার ক্ষমতা রাখে, অস্বাভাবিক নয় ।
Bangla Advice SMS 18: পরিপূর্ণ তৃপ্তি
পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়েঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই...।
Bangla Advice SMS 1: পৃথিবী অনেক
পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয় ।
Bangla Advice SMS 19: সাহায্য খুব
সাহায্য খুব দামী একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ ।
Bangla Advice SMS 20: এমন কাউকে
এমন কাউকে ভালবেসনা যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোন মূল্য নেই । তাকেই ভালবেস যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ।
Bangla Advice SMS 21: পৃথিবীতে প্রিয়
পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে ।
Bangla Advice SMS 22: জানি তুমি
জানি তুমি আমাকে ভালোবাসো না,তাই বলে যাকে তাকে যেন মন দিয়ে বসে থেক না. . . ভালো বন্ধু কামনা করি সারা জীবন।
Bangla Advice SMS 23: কিছু কিছু
কিছু কিছু কথা থাকে যা মুখে বলা যায় না!! তা চোখে দিয়ে বুজঝে নিতে হয়। আর তা যদি হয় ফার্স্ট প্রেম অর ফাস্ট দেখা। সে চোখের ভাষা বুজতে হবে!!!
Bangla Advice SMS 24: মিথ্যা বলে
মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো... তাতে করে তোমার উপর রাগ করলেও কখনো তোমার থেকে বিশ্বাস হারাবে না!
Bangla Advice SMS 25: যখন তোমরা
যখন তোমরা ৩ জন থাকো , তখন ২জন চুপি চুপি কথা বলবে না। তাহলে অন্য জনের মনে কষ্ট আসবে।
Bangla Advice SMS 26: সত্যিকারের ভালবাসা
সত্যিকারের ভালবাসা জীবনে একবার হয়। কোন সময়,কোন জায়গায়, কার সাথে কিভাবে হয় তা কেউ বলতে পরেনা। So মন দিয়ে ভালোবাসো"।
Bangla Advice SMS 27: যদি তুমি
যদি তুমি কাঊকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে না পাও। তবে মনে করবে অন্য কেঊ তোমাকে পাওয়ার জন্য দোয়া করছে যার দোয়া তোমার চেয়ে সত্যি এবং সত।
Bangla Advice SMS 28: কিছু কল্পনা
কিছু কল্পনা রেখো অপুর্ণতার আশায়...কিছু কল্পনা রেখ নিজের ভাষায়। কিছু বন্ধু রেখো সময়ের কারণে, কিছু বন্ধু রেখো জীবনে মরণে।
Tag Ignores:
Bangla Love SMS. Huge collection of Love SMS, Love Quotes, Love sms for
husband or wife, Latest love sms, Bangla Love Messag,. Huge collection
of Love Message, Love Quotes, Love Message for husband or wife, Latest
love Message etc.
New Bangla Choti Golpo, ভাইয়ের শালী চোদা
ReplyDelete