টিপস এন্ড ট্রিক্স
3/06/2017 07:55:00 PM
Monday, March 6, 2017
Sunday, March 5, 2017
নারীর স্বাস্থ্য
3/05/2017 09:25:00 PM
যে কাজ গুলো আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে
ধরে রাখুন নিজের যৌবন খুব সহজ এই 15 টি নিয়মে.
1) নিজের খাদ্য তালিকাকে বদলে ফেলুন. খাদ্য তালিকায় যোগ করুন অধিক আঁশ যুক্ত খাবার. কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত খাবেন না. পরিমিত প্রোটিন ও প্রচুর সবজি ও ফল ...
যোগ করুন খাদ্য তালিকায়.
২) দৈনিক অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করুন. সকালের পরিষ্কার বাতাসে করতে পারল আরও ভালো.
3) উপুড় হয়ে বা কাত হয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন. এতে মুখে খুব সহজে বলিরেখা পড়ে যায়.
4) দৈনিক অন্তত 8 গ্লাস পানি বা পানি জাতীয় খাবার পান করুন.
5) অতি অবশ্যই কোমল পানীয় পান ত্যাগ করুন. একই সাথে অতিরিক্ত মিষ্টি খাবারও পরিহার করুন.
6) ভুলেও ধূমপান করবেন না বা মদ্যপান করবেন না.
7) সানস্ক্রিন ব্যভারকে অনেকেই গুরুত্ব দেন না. কিন্তু এই চমৎকার জিনিসটি আসলে আপনার যৌবন ধরে রাখতে অত্যন্ত সহায়ক.
8) নিজের স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন. স্ট্রেস নিয়ন্ত্রণ করতে যোগ ব্যায়াম সহ আরও যা যা করা সম্ভব করুন.
9) মুখে কখনো সাবান মাখবেন না. এতে চেহারা অকালেই বুড়িয়ে যায়.
10) মুখের যত্ন করার পাশাপাশি হাত ও পায়ের যত্ন করতেও ভুলবেন না. নিয়মিত পেডিকিউর ও মেনিকিউর করুন.
11) চোখ ও এর চারপাশের এলাকার বেশী যত্ন করুন. ভালো করে ঘুমাবেন, কোন বাজে মেকআপ বা পণ্য ব্যবহার করবেন না. চোখের পাশের তোকে হাতের আঙ্গুল বা তোয়ালে দিয়ে ঘষবেন না. এই এলাকাগুল খুবই নরম বিধায় সহজেই ক্ষতিগ্রস্থ হিয় ও চেহারায় বলি রেখা পড়ে.
1২) প্রচুর ঘুমাবেন. শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেবেন. এবং ঘুম যেন আরামের হয় সেটা লক্ষ্য রাখবেন.
13) গরম পানি দিয়ে বেশী সময় ধরে এবং নিয়মিত গোসল করবেন না. স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল সারুন.
14) মুখ বা হাত পায়ের ত্বকে খুব বেশী স্ক্রাবিং করবেন না.
15) বাইরে থেকে ফিরে মুখ ও দেহ পরিষ্কার না করে ঘুমাবেন না. মুখে মেকআপ সহ তো মোটেও না
পুরুষের স্বাস্থ
3/05/2017 09:13:00 PM
ধরে রাখুন নিজের যৌবন খুব সহজ এই ১৫টি নিয়মে
ধরে রাখুন নিজের যৌবন খুব সহজ এই ১৫টি নিয়মে।
১) নিজের খাদ্য তালিকাকে বদলে ফেলুন। খাদ্য তালিকায় যোগ করুন অধিক আঁশ যুক্ত খাবার। কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার অতিরিক্ত খাবেন না। পরিমিত প্রোটিন ও প্রচুর সবজি ও ফল...
যোগ করুন খাদ্য তালিকায়।
২) দৈনিক অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করুন। সকালের পরিষ্কার বাতাসে করতে পারল আরও ভালো।
৩) উপুড় হয়ে বা কাত হয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। এতে মুখে খুব সহজে বলিরেখা পড়ে যায়।
৪) দৈনিক অন্তত ৮ গ্লাস পানি বা পানি জাতীয় খাবার পান করুন।
৫) অতি অবশ্যই কোমল পানীয় পান ত্যাগ করুন। একই সাথে অতিরিক্ত মিষ্টি খাবারও পরিহার করুন।
৬) ভুলেও ধূমপান করবেন না বা মদ্যপান করবেন না।
৭) সানস্ক্রিন ব্যভারকে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু এই চমৎকার জিনিসটি আসলে আপনার যৌবন ধরে রাখতে অত্যন্ত সহায়ক।
৮) নিজের স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। স্ট্রেস নিয়ন্ত্রণ করতে যোগ ব্যায়াম সহ আরও যা যা করা সম্ভব করুন।
৯) মুখে কখনো সাবান মাখবেন না। এতে চেহারা অকালেই বুড়িয়ে যায়।
১০) মুখের যত্ন করার পাশাপাশি হাত ও পায়ের যত্ন করতেও ভুলবেন না। নিয়মিত পেডিকিউর ও মেনিকিউর করুন।
১১) চোখ ও এর চারপাশের এলাকার বেশী যত্ন করুন। ভালো করে ঘুমাবেন, কোন বাজে মেকআপ বা পণ্য ব্যবহার করবেন না। চোখের পাশের তোকে হাতের আঙ্গুল বা তোয়ালে দিয়ে ঘষবেন না। এই এলাকাগুল খুবই নরম বিধায় সহজেই ক্ষতিগ্রস্থ হিয় ও চেহারায় বলি রেখা পড়ে।
১২) প্রচুর ঘুমাবেন। শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দেবেন। এবং ঘুম যেন আরামের হয় সেটা লক্ষ্য রাখবেন।
১৩) গরম পানি দিয়ে বেশী সময় ধরে এবং নিয়মিত গোসল করবেন না। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল সারুন।
১৪) মুখ বা হাত পায়ের ত্বকে খুব বেশী স্ক্রাবিং করবেন না।
১৫) বাইরে থেকে ফিরে মুখ ও দেহ পরিষ্কার না করে ঘুমাবেন না। মুখে মেকআপ সহ তো মোটেও না।
যৌন সমস্যা ও সমাধান
3/05/2017 06:57:00 PM
এইডস কি? জেনে নিন কিভাবে এইডস থেকে নিজেকে মুক্ত রাখবেন!
এইডস :
একজন ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত
হতে পারেন, যখন- অবাধ ও অনিরাপদ যৌন মিলন করেন, অথবা HIV আক্রান্ত ব্যক্তির
রক্ত অন্য কারো শরীরে সঞ্চালন করেন, অথবা একই সময়ে একই সিরিঞ্জ দ্বারা
অনেকের শরীরে ইনজেকসন দেন।
এমনকি আক্রান্ত মা- থেকেও গর্ভাবস্থায়,
বা জন্মের সময়, বা দুগ্ধ পানের সময় শিশুও আক্রান্ত হতে পারে। কারণ এই
ভাইরাসটি রক্ত, শুক্রাণু, স্ত্রী যোনি থেকে ক্ষরিত রস, ভ্রূনাবস্থায় এবং
বুকের দুধের মাধ্যমে অন্য দেহে ছড়িয়ে পড়ে। আপনি কোনোভাবেই চুম্বন বা
হ্যান্ড শেকের কারণে এইডসে আক্রান্ত হবেন না।
This means that AIDS ekoyarda immiuna diphisiyensi syndrome, which means the body's immune system mistakes. AIDS to be, if you've been infected by the HIV virus.
A person can be infected by this virus, while- free and unprotected sexual intercourse, or HIV infected person's blood circulation in the body of someone else, or some body at the same time by the same syringe to inajekasana.
Even from the infected mother during pregnancy or birth, or a child may be affected by drinking milk. Because of the virus, blood, sperm, juice oozed from her vagina, and breast milk bhrunabasthaya spread through the body to another. You can not be in any way affected by AIDS because of a kiss or hand Sheker.
A person can be infected by this virus, while- free and unprotected sexual intercourse, or HIV infected person's blood circulation in the body of someone else, or some body at the same time by the same syringe to inajekasana.
Even from the infected mother during pregnancy or birth, or a child may be affected by drinking milk. Because of the virus, blood, sperm, juice oozed from her vagina, and breast milk bhrunabasthaya spread through the body to another. You can not be in any way affected by AIDS because of a kiss or hand Sheker.