Breaking

Saturday, February 18, 2017

পেয়ারার অজানা সব উপকারিতাঃ



পেয়ারার অজানা সব উপকারিতাঃ
☞ কাঁচা পেয়ারা হৃদরোগের জন্য উপকারী।
☞ কাঁচা পেয়ারা লবন দিয়ে খেলে কাশির উপকার হয়৷
☞ কাঁচা পেয়ারা রক্ত বর্ধক।
☞পেয়ারা বাত, পিত্ত ও কফ নাশক।
☞ শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অতুলনীয়৷
☞ যাদের হাতে পায়ে জ্বালা, তারা কাঁচা পেয়ারা খেলে উপকার পাবেন।
☞পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায অত্যন্ত উপকারী।
☞ তুলসি গিলই এবং পেয়ারা পাতা সেদ্ধ জল
জ্বরের জন্য খুবই উপকারী।
☞ নেশা থেকে মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা
সেদ্ধ জল খাওয়ান।


SOURCE :

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback