Breaking

Saturday, February 18, 2017

ব্রনের দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিমপাতা :



ব্রনের দাগ দূর করতে কাঁচা হলুদ ও
নিমপাতা বেটে দাগের উপর লাগান।
কিছুদিন লাগালে দাগ মিলিয়ে
যাবে।
মনে রাখবেন হলুদ দিয়ে কখনো রোদে
বের হবেন না, তাহলে ত্বক পুড়ে
কালো হয়ে যাবে। আর তাই হলুদ
দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা।
কখনোই দিনের বেলা নয়।

মিনি টিপস বলে অবহেলা করবেন
না। লাইক দিয়ে সব সময় এক্টিভ থাকুন।
আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।


source:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback