পানি পান করার সুন্নত হচ্ছে ৬টি:
১. ডান হাতে পান করা,
২. বসে পান করা,
৩. পানি পান করা শুরুর
আগে বিসমিল্লাহ পড়া,
৪. পানি পান করার
আগে তা দেখে পান করা,
৫. তিন দফায় পানি পান করা,
৬. পানি পান
করা শেষে আলহামদুলিল্লাহ পড়া ।
হে আল্লাহ আমাদের সকলকে আমল
করার তাওফিক দান করুন, আমিন ।
source:
No comments:
Post a Comment
আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback