Breaking

Saturday, February 18, 2017

এই গরমে শরীরের দুর্গন্ধ কমাতে করণীয়:

এই গরমে শরীরের দুর্গন্ধ কমাতেঃ

.
☞ প্রতিদিনের গোসলের পানিতে ওডিকোলন, গোলাপজল বা কয়েক ফোঁটা এসেনশিয়াল
অয়েল মিশিয়ে গোসল করুন।


.
☞ আলু পাতলা স্লাইস করে বগলের তলায় ঘষুন। এতে গন্ধও দূর হবে, বগল পরিষ্কারও থাকবে।
.
☞ গোসলের পানিতে এক চা চামচ ফিটকিরি গুঁড়া বা পুদিনা পাতা থেঁতো করে মেশাতে পারেন।
এটা শরীর ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে।
.
☞ টি ট্রি অয়েল ও গোলাপজল মিশিয়ে তুলোয়
করে বগলে লাগান। দুর্গন্ধের সমস্যা অনেকটাই দূর হবে।
.
☞ চুলের গন্ধ কমাতে পরিষ্কার একটি কাপড়ে একটু বডিকোলন ঢালুন। এই কাপড়
দিয়ে চিরুনি চেপে চেপে মুছুন। এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের চিটচিটে ভাব ও
গন্ধ দূর হয়ে যাবে।
.
নিজে জানুন এবং অন্যকে জানাতে শেয়ার
করুন।

source:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback