Breaking

Saturday, February 18, 2017

কিডনি নষ্ট হওয়ার কিছু সাধারণ লক্ষন

 কিডনি নষ্ট হওয়ার কিছু সাধারণ লক্ষন  :

১. মূত্রত্যাগের সময় জ্বালাপোড়া করা
২. বারবার মূত্রত্যাগ করা
৩. নিশাচর বা পর্যাপ্ত ঘুমের অভাব
৪. চোখের চারপাশে ফোলাভাব
৫. হাত ও পা ফোলা
৬. পাঁজরের নীচে ব্যথা অনুভব হওয়া
৭. উচ্চ রক্তচাপ
৮. রক্তাক্ত প্রস্রাব করা
কিডনি নষ্ট হবার উপসর্গগুলো প্রাথমিক পর্যায়ে বুঝা যায় না৷ অধিকাংশ ক্ষেত্রে অনেক পরে বোঝা যায় বলে চিকিৎসায় অনেক দেরী হয়ে যায় ও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।
তাই যাদের পারিবারিক ইতিহাস রয়েছে ও কোন উপসর্গ দেখা যায় তারা রেনাল ফাংশন টেস্ট করে কিডনির সমস্যা নির্ণয় করতে পারেন৷


source:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback