Breaking

Saturday, February 18, 2017

ব্রেইন স্ট্রোক ও এর প্রকারভেদ !



ব্রেইন স্ট্রোক তিন ধরনেরঃ
১! ইশকেমিক স্ট্রোক ( Ischemic stroke) : মস্তিষ্কের রক্তনালীর ভিতরে রক্ত জমাট ( blood Clot) বেধে গেলে ব্রেইনের কিছু টিস্যূ অক্সিজেনের অভাবে মারা যায়। এটাই ইশকেমিক স্ট্রোক। বেশির স্ট্রোকই ইশকেমিক স্ট্রোক!!!
২! হেমোরেজিক স্ট্রোক ( Hemorrhagic Stroke) : মস্তিষ্কের কোন রক্তনালী ছিড়ে গেলে এই ধরনের স্ট্রোক হয়!!
৩! ছোট স্ট্রোক ( Mini Stroke or Transient Ischemic Stroke - TIA) , মস্তিষ্কের রক্তনালীতে অস্থায়ীভাবে অল্প কিছু সময়ের জন্য রক্ত জমাট বেধে এই স্ট্রোক সৃষ্টি করে ! যেটা দ্রুতই আবার ভাল হয়ে যায়।
সব ধরনের স্ট্রোকের মূল কারন উচ্চরক্তচাপ!!!
উচ্চরক্তচাপ এড়িয়ে চলুন, সুস্থ থাকুন!!!
স্ট্রোকের পর যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করুন।


SOURCE:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback