Breaking

Sunday, February 19, 2017

অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা? বুঝবেন কী করে


অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা? বুঝবেন কী করে
অ- অ অ+
সাধারণ পেটে ব্যথা এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার পার্থক্য জানা আছে আপনার? হঠাৎ পেটে ব্যথা শুরু হলে আমরা বুঝেই উঠতে পারি না ব্যথাটা অ্যাপেন্ডিসাইটিসের কি না। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয় বলে এর উপসর্গ সম্পর্কে আগে থেকে জেনে রাখা প্রয়োজন।

> নাভির চারপাশে ব্যথা শুরু হয় এবং সঙ্গে সঙ্গে তা অন্যত্র অর্থাৎ তলপেটে স্থানান্তরিত হয়।
> পেটের ডানপাশে অথবা পিছনে তীব্র ব্যথা দেথা দেয়।
> ওই স্থানে চাপ দিলে অসহ্য ব্যথা হয়।
> শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়।
> কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দিতে পারে।
> পেটের ব্যথায় জ্বর হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে জ্বরের তীব্রতা বৃদ্ধি পায়।
> খাওয়ায় অনীহা দেখা দেয়।
> বমি বমি ভাব থাকে। মাঝে মধ্যে বমিও হয়।

source:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback