Breaking

Saturday, February 18, 2017

মাথা ব্যথা দূর করার ১০টি কৌশলঃ-




মাথা ব্যথা দূর করার ১০টি কৌশলঃ- 

অতিরিক্ত কাজের চাপ ও টেনশন,
পুষ্টির অভাব এবং কম ঘুমের
কারণে সাধারণত মাথাব্যথা হয়। মাথা
ব্যথা থেকে মুক্তি পেতে
আমরা প্যারাসিটামল কিংবা ব্যথানাশক
ওষুধ খেয়ে থাকি। এসব উপায় সাময়িক মুক্তি দেয়, কিন্তু কিছু
অভ্যাস রপ্ত করে নিলে
আপনি মাথাব্যথা থেকে একেবারে মুক্তি
পেতে পারেন।
১) প্রতিদিন একই সময় ঘুমাতে যান। পর্যাপ্ত
পরিমাণে ঘুমান।
২) হালকা ব্যায়াম করুন। ব্যায়াম করলে
শরীরের রক্ত চলাচল
ভাল হবে, ফলে মাথাব্যথা দূর হবে।
৩) চিন্তা মুক্ত থাকুন।
৪) প্রচুর পরিমাণে জল পান করুন।
৫) কফি কিংবা চা পান করতে পারেন। চা
ও কফিতে বিদ্যমান
ক্যাফেইন মাথা ব্যথার অ্যান্টিবায়োটিক
হিসেবে কাজ করে।
৬) লবঙ্গ গুঁড়ো করে পাতলা পরিষ্কার কাপড়ে নিয়ে ঘ্রাণ নিন।
এতে মাথাব্যথা কমে যাবে।
৭) হালকা গরম জলে হাত- পা ভিজিয়ে
রাখুন। এতে শরীরের রক্ত সঞ্চালন ভাল হবে।
ফলে মাথাব্যথা কমে যাবে।
৮) একটানা কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করবেন না। মাঝে
মাঝে চোখকে বিশ্রাম দিন।
৯) মাথা, কপাল ও ঘাড় ভালমতো ম্যাসাজ
করুন। এতেও
মাথাব্যথা দূর হবে।
১০) কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সব পরিস্থিতি থেকে আনন্দ
খুঁজে নিন, প্রাণ খুলে হাসুন। [][] উপরের কৌশল গুলো মেনে চললেই খুব
সহজেই মাথা ব্যথা দূর করতে পারবেন।



source:

No comments:

Post a Comment

আপনার মতামতের জন্য ধন্যবাদ /Thanks for your feedback